শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, ১০ মন মিষ্টি ধ্বংস

লোহাগাড়ায় জরিমানা না দিয়ে হাজতে গেলো মিষ্টি তৈরির কারখানার মালিক!

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৮:১০

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিকাল সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৫টায় উপজেলার বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী। তিনি উপজলা সদর ইউনিয়ন লোহাগাড়া ২ নম্বর ওয়ার্ডস্থ মো. আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরী পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির করার দায়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে আনুমানিক ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

ভিডিও