শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মদুনাঘাটে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৯

চট্টগ্রামের মদুনাঘাটে আবদুল হাকিম (৫০) নামের বিএনপির এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী হাটহাজারী মদুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। হামিম এগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন তিনি। হাকিম চৌধুরী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামের ওই ব্যক্তি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩০০-এর বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

ভিডিও