চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জোয়ারের পানির স্রোতে মাছভর্তি একটি সাম্পান ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না থাকলেও দুর্ঘটনাকবলিত সাম্পানে থাকা প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের পানির স্রোতে ভেসে যায়।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর মেরিন ফিশারীজ জেটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এফভি এলিয়েন্স-০১ থেকে টেন্ডারে মাছ কিনেন মেসার্স আবদুল মজিদ এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। টেন্ডারের পর বাজারজাত করতে সাম্পানে করে আনার সময় সাম্পানটি ইছানগর মেরিন ফিশারীজ জেটি এলাকায় পৌঁছালে অতিরিক্ত জোয়ারের পানির স্রোতে সাম্পানটি উল্টে যায়। সাম্পানটি ওই সময় প্রায় ১১-১৫ টন বিভিন্ন প্রজাতির মাছ ছিল। ভেসে যাওয়া মাছের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানা যায়। যদিও প্রায় এক কিলোমিটার গিয়ে সাম্পানটি মাঝিদের সহযোগিতায় উদ্ধার করা গেলেও মাছ স্রোতে ভেসে যায়।
ভুক্তভোগী মেসার্স আবদুল মজিদ এন্ড সন্সের পক্ষে মো. সালাউদ্দিন বলেন, মাছগুলো টেন্ডারে নিয়েছিলাম আমরা। হঠাৎ সাম্পান ডুবে যায়। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মালিকপক্ষকে জানানো হয়েছে। জানিনা তারা কি করে।
এ ব্যাপারে সদরঘাট নৌ-থানার ইনচার্জ মো. নেজাম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা এখন পর্যন্ত আমাদের কেউ জানাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।