চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘প্রবারণা ও কঠিন চীবরদান উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে আসন্ন প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাবলু বড়ুয়া এবং সদস্য সচিব হয়েছেন সৈকত বড়ুয়া উত্তম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিতিশ বড়ুয়া, মিঠু কুমার বড়ুয়া, জিকু বড়ুয়া ও বিশ্বজিৎ বড়ুয়া শিমু। এ ছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন নয়ন বড়ুয়া, সমর বড়ুয়া, ছোটন কান্তি বড়ুয়া, বিদর্শন বড়ুয়া ও প্রিয়তোষ বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, প্রবারণা ও কঠিন চীবরদান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ সমাজে ধর্মীয় চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ভদন্ত ধর্মসেন মহাথের। উপদেষ্টা পরিষদে আরও দায়িত্ব পালন করবেন উ. সুবর্ণ মহাথের, শ্রীমৎ ড. প্রিয়ানন্দ মহাথের, দীপানন্দ মহাথের, সত্যানন্দ মহাথের, উত্তমানন্দ মহাথের, শীলাবংশ মহাথের, স্বরুপানন্দ থের, নন্দশ্রী থের, ভদন্ত ইদ্দিঞঞ্জ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, ভদন্ত সুমনাতিষ্য মহাথের, ভদন্ত করুনাশ্রী মহাথের, ভদন্ত সংঘশ্রী থের, ভদন্ত দেবময় থের ও ভদন্ত বুদ্ধকৃতি থের।