শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সুন্নিপন্থি জোটের প্রথম সমাবেশ আনোয়ারায়, মানুষের ঢল

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন : মতিন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ০৭:২৯

আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগণ মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি । কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।

বৃহস্পতিবার বিকালে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি মোড়ে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।

বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নতের কো-চেয়ারম্যান ড. এম এ অদুদ, ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, মাস্টার আবুল হোসেন, জসিম উদ্দিন, ফেরদৌসুল আলম খান আল কাদেরী, অধ্যক্ষ ডিএম জাহাঙ্গীর, কাজী শাকের আহমেদ, আনোয়ারা উপজেলা ইসলামি ফ্রন্ট নেতা কাজী বদরুজ্জামান নঈমী, মনির আহমদ আনোয়ারী, মোরশেদুল আলম মুন্সী, মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ওসমান, মাষ্টার আবদুল হালিম, মাস্টার মুহাম্মদ ইয়াকুব, নাজিম উদ্দীন, উপজেলা আহলে সুন্নাত সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, মাওলানা ফিরোজ মিয়া, রফিকুল ইসলাম তৈয়বী, যুবনেতা মুহাম্মদ মুনিরুল ইসলাম,কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মুহাম্মদ মুছা ও মাস্টার আবুল মনছুর, দক্ষিণ জেলা যুবসেনা সভাপতি যুবনেতা দিদারুল ইসলাম,আরিফুল হক রানা, ছাত্রনেতা মুহাম্মদ ওসমান, মাওলানা মুফিজ উল্লাহ, মুহাম্মদ মোজাম্মেল হক, এস এম আরাফাত হোসাইন সিরাজী প্রমুখ।

সুন্নিপন্থি ৩ রাজনৈতিক দলের নির্বাচনী জোট গঠনের পর এটি ছিল প্রথম সমাবেশ। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে জোরালো প্রচার চলছিল। আনোয়ারা-কর্ণফুলীর বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এতে যোগ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি জানান দিতে এটি নির্বাচনী শোডাউনে পরিণত হয়।

মাওলানা এম এ মতিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে হবে। সাধারণ মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম উর্ধমুখি। আইনশৃংখলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ী করাটাই হবে সুশাসনের একমাত্র পথ। সুন্নিয়তের রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া হবে।

ড. এম এ অদুদ বলেন, সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। মাওলানা এস এম শাহজাহান আনোয়ারা-কর্ণফুলীর গণমানুষের প্রিয়মুখ। সুদৃঢ ঐক্যের মাধ্যমে বিজয় গড়ে তুলতে হবে।

এডভোকেট আবু নাছের তালুকদার বলেন, আনোয়ারা-কর্ণফুলী সুন্নিয়তের উর্বর ভূমি। এখানে যোগ্য নেতা আছেন। আগামীতে কুরআন-সুন্নাহর প্রতিনিধিকে সংসদে পাঠাতে এক হয়ে কাজ করতে হবে।

মাওলানা এস এম শাহজাহান বলেন, নির্বাচনে যে-ই প্রার্থী হোক ঐক্যের বিকল্প নাই। মানুষ সুশাসন চাই। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন সময়ের দাবি।

ভিডিও