৫৬
চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি–২০ ক্রিকেট লিগের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। গত বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে জয় পাওয়া কেকেআরসি ও আম্বিয়া স্পোর্টস মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।
ফাইনাল খেলা শেষে আয়োজন করা হবে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
ফাইনালকে ঘিরে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন— ‘রাফেল ড্র’। এর মাধ্যমে ভাগ্যবান দর্শকদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলবে।