রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মীর হেলাল ও ইসরাফিল খসরু

খেলা ডেস্ক

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল (চট্টগ্রাম জেলা) ও ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)। বুধবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তাদের সঙ্গে আরও মোট ১৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে এবারের নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রক্রিয়াগতভাবে নির্বাচনের শেষ মুহূর্তে এতগুলো মনোনয়ন প্রত্যাহার নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), মীর হেলাল (চট্টগ্রাম জেলা), সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ), তৌহিদ তারেক (পাবনা), অসিফ রাব্বানী (শাইনপুকুর), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩), ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সুর্যতরিণ), সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস), ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

এক্সিউম ক্রিকেটার্সের এ ক্লাব সংগঠক ইসরাফিল খসরু পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে বলেন, ‘প্রথম দিন থেকেই নির্বাচনের প্রতিটি প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নেই। সরকারের একটি বিশেষ গোষ্ঠী বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। জেলা, বিভাগ থেকে ক্লাব— সব জায়গায় একই অবস্থা। একবার ১৫ ক্লাবকে বাতিল করা হলো, আবার পরের মুহূর্তে বৈধ ঘোষণা করা হলো। পরে আবার কোর্টে গেল তা বাতিল করতে। এখন এটা পরিষ্কার; পুরো সরকার নয়, সরকারের ভেতরে একটি অংশ এভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই তালিকায় রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে। বিসিবি নির্বাচনী প্রক্রিয়া অসুন্দর, স্বেচ্ছাচারিতায় ভরা এবং রীতিমতো নোংরামি। এর প্রতিবাদ হিসেবেই আমরা সরে দাঁড়ালাম।’

ভিডিও