শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কর্ণফুলীর বড়উঠানে ইউনিয়ন পরিষদে চুরি, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট

কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ভাঙচুর চালিয়ে একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় টার দিকে বড়উঠান শাহমীরপুর এলাকার পরিষদের উদ্যোক্তার কক্ষে চুরির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় যুবকরা ধাওয়া করে আবদুর রশিদ (২৩) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃত রশিদ কক্সবাজার জেলার আবদুর শুক্কুরের পুত্র।

উদ্যোক্তা জালাল উদ্দীন জনি বলেন, ঘরে ঘুম ছিলাম, এলাকার কায়সারসহ তারা চারজন আমাকে ডেকে জানায় পরিষদে আমার কক্ষে চোর ডুকছে। এরপর তাদের নিয়ে চোরকে ধাওয়া করি। পরিষদ থেকে কিছু দূরে শাহমীরপুর নতুন রাস্তায় চোরকে ধরে পরিষদের সদস্য এমদাদুল হক ও গ্রাম পুলিশ আবদুল হামিদকে তুলে দিই। তারাই থানা পুলিশকে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, চোররা আমার কক্ষে ডুকে একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করেছে। এসময় ভাঙচুর চালিয়েছে পরিষদে কৃষি কর্মকর্তা আদর্শ কান্তি সরকারের কক্ষও। জড়িত চোরকে আটক করা হলেও উদ্ধার হয়নি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি।

বড়উঠান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিডিও