শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকার ভেঙে দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮

ব্যাপক বিক্ষোভের পর সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি জানান, জল ও বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন বিক্ষোভের পর তিনি সরকার ভেঙে দিচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক দেশটিতে বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসি (টিভিএম)-এ বক্তৃতায় রাজোয়েলিনা বলেন, ‘সরকারের কোনো কোনো সদস্য দায়িত্ব যথাযথভাবে পালন যদি না করে থাকে, তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।’

তিনি তরুণদের সঙ্গে সংলাপের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসার সহায়তায় বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি জনগণের রাগ, দুঃখ ও বিদ্যুৎ–পানি সংকটের কারণে সৃষ্ট ভোগান্তি বুঝতে পারছি। আমি তাদের আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি এবং প্রতিদিনের জীবনে এর প্রভাব অনুধাবন করেছি।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বলা হচ্ছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এ আন্দোলন।

বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর জেন-জির বিক্ষোভের মুখে পতনের দাঁড়প্রান্তে রয়েছে মাদাগাস্কারের সরকারও। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন যে হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নিহত বিক্ষোভকারী এবং পথচারীও রয়েছেন, তবে বিক্ষোভকারীদের সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তি এবং দলগুলির দ্বারা ব্যাপক সহিংসতা এবং লুটপাটে নিহত অন্যান্যরাও রয়েছেন।

তবে, মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের রিপোর্ট করা হতাহতের পরিসংখ্যান প্রত্যাখ্যান করে বলেছে, তথ্যগুলো উপযুক্ত জাতীয় কর্তৃপক্ষ থেকে আসেনি এবং তথ্যগুলো গুজব বা ভুল তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে।

ভিডিও