‘পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’ মন্তব্য করেছেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী। বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে শনিবার দুপুরে নগরীর হোটেল আগ্রাবাদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘পর্যটন ও টেকসই রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হাকিম আলী বলেন, দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে মিডিয়ার অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘পাহাড়, নদী, সমুদ্র, হাওর, বিলসহ প্রাকৃতিক সৌন্দর্য এবং অজানা রহস্যে ভরপুর বাংলাদেশ। পুরাকীর্তি, ঐতিহ্য, বৈচিত্র্যময় সামাজিক ও ধর্মীয় সংস্কৃতিও পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে।’
তিনি উল্লেখ করেন, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ পর্যটন শিল্পের উপর নির্ভর করে অর্থনীতি সমৃদ্ধ করছে। বাংলাদেশেও যদি পর্যটনকে পরিকল্পিতভাবে সাজানো যায়, তবে এটি বৈদেশিক মুদ্রা অর্জন ও শক্তিশালী অর্থনীতি গঠনে বড় অবদান রাখতে পারে।
চট্টগ্রামের প্রসঙ্গে হাকিম আলী বলেন, ‘প্রকৃতি চট্টগ্রামকে আপন হাতে সাজিয়েছে। পাহাড়, সমুদ্র, নদী, বন্দর এবং অসংখ্য সমুদ্র সৈকতের সমন্বয়ে এটি অনন্য। অথচ চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করার উদ্যোগ যথেষ্ট নয়।’
হোটেল আগ্রাবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য। আর্থিক লোকসান হলেও ঐতিহ্য বাঁচাতে আমরা এটিকে ধরে রেখেছি।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘পর্যটন খাতের বিকাশে মিডিয়াকে বিশেষ কর্নার ও নিয়মিত ভ্রমণ ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে তথ্য প্রচার ও প্রসারে এগিয়ে আসতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হোটেলের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম, রুম ডিভিশন ম্যানেজার এম রায়হান কাইছার, হেড অব সেলস সঞ্জয় ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তারা।