‘বন্ধুত্বে হাসি, ব্যাংকের বাইরে নতুন ঐকতান– Bonding beyond Banking’ স্লোগানে চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যাংকার্স ফ্যামিলি গেট-টুগেদার ২০২৫। শুক্রবার রাতে নগরীর দি কিং অব চিটাগং-এ আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যাংকার, কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন হয় ফেস্টুন ও পায়রা উড়িয়ে। পরে কোরআন তেলাওয়াত, প্রয়াতদের স্মরণে নীরবতা, জাতীয় সংগীত পরিবেশনা এবং অতিথি অভ্যর্থনা সম্পন্ন হয়। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন ব্যাংকার্স ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন।
আয়োজক ও ক্লাবের সহ-সভাপতি কায়েস চৌধুরী স্বাগত বক্তব্যে ব্যাংকার্স ক্লাবের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আমীন।
অনুষ্ঠানে ব্যাংকিং খাতের গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। পরে সাংস্কৃতিক পর্বে ইন-হাউস শিল্পী ও পাহাড়ি নৃত্য পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা ও তাসনিম আনিকা।
র্যাফেল ড্র ও নৈশ ভোজের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ রোশাঙ্গীর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ব্যাংকারদের মধ্যে বন্ধুত্ব, পরিবারের মধ্যে সম্প্রীতি এবং তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টির একটি বড় প্ল্যাটফর্ম।