শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুতে অনিশ্চয়তা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩

কক্সবাজারের জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিনে নতুন পর্যটন মৌসুমের প্রস্তুতি এখনো শুরু হয়নি। গত বছরের সীমিত পর্যটক আগমন ও আয়ের ক্ষতির কারণে দ্বীপজুড়ে পর্যটন ব্যবসায়ীরা অনিশ্চয়তায় রয়েছেন। স্থানীয় হোটেল, রিসোর্ট ও পর্যটকসেবা প্রতিষ্ঠানগুলো এখনও সংস্কার বা প্রস্তুতি শুরু করেনি।

দ্বীপের বাসিন্দারা জানান, গত দুই দশক ধরে সেন্টমার্টিনের দু’তৃতীয়াংশ মানুষ পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। চার-পাঁচ মাসের পর্যটক আগমনের ওপর তাদের পুরো বছরের সংসার, শিশুদের পড়াশোনা ও জীবনধারার আয়ের নির্ভরতা। তাই এবারের মৌসুমে পর্যটক আগমনের বিষয়ে স্পষ্ট ঘোষণা না হলে দ্বীপবাসীর দুঃখ চলতি বছরও অব্যাহত থাকবে।

মারমেইড রিসোর্টের দায়িত্বে থাকা তৈয়ব উল্লাহ বলেন, প্রতিবছর এই সময় হোটেল-রিসোর্ট সংস্কার ও প্রস্তুতি শুরু হয়। এবার অনিশ্চয়তার কারণে কোনো উৎসাহ নেই। সেন্টমার্টিন হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি জানান, পর্যটকবাহী জাহাজ কখন চলবে বা কতজন পর্যটক দ্বীপে আসবে তা এখনও জানা যায়নি।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, এবারের সিদ্ধান্ত এখনও আসেনি। সিদ্ধান্ত না এলে গত বছরের মতোই পর্যটক পরিবহন হবে। তবে বিশ্ব পর্যটন দিবস পালন ও পর্যটক সেবায় প্রতিষ্ঠানগুলো প্রস্তুত।

স্থানীয়রা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, পর্যাপ্ত পর্যটক সমাগম নিশ্চিত করে পর্যটন নির্ভর মানুষের দুঃখ দূর করার ব্যবস্থা নেওয়া হোক। চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী আশা প্রকাশ করেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যাপ্ত পর্যটক আগমনের মাধ্যমে পর্যটন মৌসুম স্বকীয়তা ফিরে পাবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

ভিডিও