ফটিকছড়ি থানার হরিণাদিঘী ও ছাদেক নগরের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফটিকছড়ি বাইতুশ শরফ কমপ্লেক্সে জামায়াতে ইসলামী ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফটিকছড়ি থানার সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, বর্তমান সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউনিয়ন সভাপতি সিরাজুল হক, সেক্রেটারি মুজিবুর রহমান, দ্বিবাকর চন্দন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত নতুন বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘জামায়াত এমন একটি সমাজ কায়েম করতে চায় যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে। সেই সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না।’