আওলাদে রাসুল, পীর-এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)-এর এবারের বাংলাদেশ সফর নানা গুরুত্বপূর্ণ দিক থেকে স্মরণীয় হয়ে থাকছে। বহুল প্রতীক্ষিত আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড প্রতিষ্ঠা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন, জামেয়া মহিলা মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সহজীকরণসহ একাধিক ঐতিহাসিক কর্মসূচি বাস্তবায়ন করেন তিনি।
তাঁর সফরে প্রথমবারের মতো আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদ্রাসাগুলোর শিক্ষা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইমাম একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা, আনজুমানের শতবর্ষ পূর্তি ও মাসিক তরজুমানের সুবর্ণ জয়ন্তী উদযাপন, গাউসিয়া কমিটি বাংলাদেশ–চট্টগ্রামের উদ্যোগে থানা পর্যায়ে পুরস্কার প্রদান, চিকিৎসক পরিষদ গঠন, দাওয়াতে খাইর কার্যক্রমকে আরও বেগবান করা এবং বহু অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষা প্রদান ছিল উল্লেখযোগ্য অর্জন।
এ ছাড়া সহস্রাধিক লোককে সিলসিলাহ্-এ আলিয়া কাদেরিয়ার সবক প্রদান, সহজ ভাষায় মুসল্লীদের নসিহত প্রদানসহ ডজনখানেক মাদ্রাসা-মসজিদ-খানকা প্রতিষ্ঠা ও পরিদর্শন করেছেন আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ)। তাঁর সাবলীল বক্তব্য, চারিত্রিক মহিমা এবং দূরদর্শিতা আশেকবৃন্দের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আওলাদে রাসুল সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)-কে সাথে নিয়ে বাংলাদেশে আসেন আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ)। এরপর ৩ সেপ্টেম্বর ঢাকায় এবং ৬ সেপ্টেম্বর চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)-এ নেতৃত্ব প্রদান করেন। উভয় জশনে জুলুছই স্মরণকালের সেরা সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বহুবিধ কর্মসূচি সম্পন্ন করার পর গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আওলাদে রাসুলগণ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তাঁদের সফরসঙ্গী ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দীন (শাকের), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম।
আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওলাদে রাসুলগণ ঢাকা থেকে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন।