শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সাবেক চবিয়ানদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষা, গবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। দেশ ও জনগণের প্রতি চবিয়ানদের কমিটমেন্ট প্রশংসনীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং গোটা চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করেছে।

তিনি বলেন, সাবেক ও বর্তমান চবিয়ানরা জাতীয় সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। শুধু সনদ অর্জন নয়, জাতির স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়েই শিক্ষার আসল মূল্যায়ন করা উচিত।

২১ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সমমনা চবিয়ানদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক চবিয়ান মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূণ্যভূমি চট্টগ্রামের একটি গৌরবময় অলংকার। সাবেক চবিয়ান হিসেবে আমরা গর্বিত এবং সুখে-দুখে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। জাতীয় সংকট উত্তরণে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু তাহের চৌধুরী। সঞ্চালনা করেন অধ্যাপক মাওলানা দেলাওয়ার হোসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক ফরিদুল আলম। এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, প্রফেসর গিয়াস উদ্দিন, অধ্যাপক হাসমত আলী, ব্যাংকার জাফর আলমসহ আরও অনেকে।

বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক চবিয়ানদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলাটি স্মৃতিচারণের আবহে মুখর হয়ে উঠে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ভিডিও