চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্জ্যবোঝাই একটি ট্রাকের পেছনে রডবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক চালকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম সেলিম ফকির (২৮) এবং আহত সহকারীর নাম মো. রাকিব (২০)। রাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, রডবোঝাই ছয় চাকার ট্রাকটি বেপরোয়া গতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সামনে থাকা বর্জ্যবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে রডবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সেলিম ফকিরের মৃত্যু হয়।
ওসি আবদুল মোমিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, নিহত চালক সেলিম ফকিরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।