ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি বলেন, ‘যদি সব রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে, তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়ার ঐতিহাসিক চুনতিতে আয়োজিত আন্তর্জাতিক ৫৫তম সীরতুন্নবী (স.) মাহফিলের ১৬তম দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘চুনতি থেকে আলোকিত, গুণী মানুষ ও আলেম তৈরি হয়। রাসূলের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের চলার পথ সহজ হয়ে যাবে। তাই চুনতির সীরতকে আগলে রাখতে হবে।’
মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী। যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোছাইন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, জাহেদুর রহমান, কাজি আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মো. তারেক, মাহবুবুল হক, মো. নাঈমসহ স্থানীয় আলেম-ওলামা ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।