রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ক্রীড়াঙ্গন সচল করতে নির্বাচনের দাবি সিজেকেএস ক্লাব সমিতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩

চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানমের সাথে মতবিনিময় করেছে সিজেকেএস ক্লাব সমিতি। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন।

সভায় জেলা প্রশাসক ফরিদা খানম ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা মেয়রের নিকট সমিতির নামে বরাদ্দকৃত কক্ষের পত্র হস্তান্তর করেন। একইসাথে তিনি আসন্ন মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে একমাস মাঠ বরাদ্দ এবং ভবিষ্যতে সিজেকেএস ক্লাব সমিতির বিভিন্ন ইভেন্ট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

ক্লাব সমিতির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত কমিটি ছাড়া সিজেকেএস অন্তর্ভুক্ত ক্লাবসমূহ টেকনিক্যাল কারণে খেলাধুলায় অংশগ্রহণে অপারগ। তাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সচল করতে অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আইনগত জটিলতা ও কোনো প্রকার বাধা না থাকলে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর ও কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর।

ভিডিও