শনিবার, ২২ নভেম্বর ২০২৫

টেকনাফে নারীসহ ৩ মাদক কারবারির কাছে মিলল বিপুল ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯

কক্সবাজারের টেকনাফের সদর ইউপির ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন নারী মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫।

আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প এ/১ এর মো. সালামের মেয়ে ইসমত আরা (২৪) (পুরাতন রোহিঙ্গা), মধ্যম হ্নীলার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া এলাকার মো. ইউনুছের মেয়ে শামীনারা বেগম (৩৬)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানাধীন ৩নং সদর ইউপির ৭নং ওয়ার্ড অন্তর্গত ছোট হাবিবপাড়া এলাকায় কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবাসহ অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে একটি টিনশেড বিল্ডিংয়ের ভেতর থেকে ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগমকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও