শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আনোয়ারায় সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫

চট্টগ্রামের আনোয়ারার চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্ভু সরকার অবসরে গেলেন। কিন্তু তাঁর বিদায় যেনো কোনো সাধারণ বিদায় ছিল না এটি ছিল এক শিক্ষককে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার আবেগঘন আয়োজন।

দীর্ঘ ৩৮ বছর কর্মজীবনে তিনি যেমন শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, তেমনি সহকর্মীদের কাছে হয়ে উঠেছিলেন এক আদর্শ ও প্রেরণার প্রতীক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।

ফুলে সজ্জিত গাড়িতে যখন তাকে বিদ্যালয় থেকে বিদায় দেওয়া হয়, তখন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই আবেগাপ্লুত হয়ে ওঠেন। নিজেও অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. মো. হাসান কায়েস।

সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্ভু সরকার ১৯৮৭ সালে স্কুলে যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এসব আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তিনি।

বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, আমাকে যে সম্মান দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। আমি চাই সবাই ভালো থাকুক। মাঝে মধ্যে লেখাপড়ার খোঁজ নিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসবো। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শম্ভু সরকার একজন সত্যিকার শিক্ষকের প্রতিচ্ছবি। তার সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা প্রমাণ করেছে একজন শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজ গড়ার কারিগর। আজকের এই রাজকীয় বিদায় সমাজে শিক্ষকের মর্যাদা ও গুরুত্বকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরল।

বিদায়ী এই শিক্ষককে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে যে আবেগের ঢেউ বয়ে গেছে, তা উপস্থিত সবার হৃদয়ে ছুঁয়ে যায়। তার প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও সমাজের মানুষের ভালোবাসা যেন প্রমাণ করল একজন সৎ, আদর্শবান ও নিবেদিত শিক্ষকের বিদায় কখনো নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে ওঠে এক অনন্ত স্মৃতি।

ভিডিও