শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে বউ–শাশুড়িসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আকতার (৪২) ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার এমআর মো. শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ জিয়া জানান, কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আহত আটজনকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

নিহতরা দোহাজারী থেকে সিএনজি অটোরিকশায় করে চন্দনাইশে নিজেদের বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

ভিডিও