রাঙামাটির একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার এক সদস্য (রুকন) সম্মেলন শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
জেলা আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মানছুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ এবং জাফর সাদিক। এছাড়া আল আমীন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী, জেলা প্রকাশনা সম্পাদক মো. নুরুল করিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘এ দেশে নির্বাচন হতে হলে তার পূর্বে কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। সকল হত্যার বিচার সম্পন্ন করতে হবে। পিলখানা হত্যা, শাপলা চত্বরের গণহত্যা, আয়নাঘর, গুম, জুলাই-আগস্টের গণহত্যাসহ রাজনৈতিক প্রতিহিংসায় সংঘটিত সব হত্যার বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু হলে ভোটকেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে, কালো টাকার প্রভাব থাকবে না এবং স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না।’
মুহাম্মদ শাহজাহান দাবি করেন, নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সাধারণ ছাত্র-যুবক ইসলামী পক্ষের শক্তিকেই বেছে নিচ্ছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এজন্যে সামাজিক কর্মকাণ্ড ও দাওয়াতি প্রচারণার মাধ্যমে জনগণের নিকট দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন পৌঁছে দিতে হবে।