রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বাঁশখালীর সাবেক চেয়ারম্যান খোরশেদ গ্রেপ্তার

বাঁশখালী প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি আবদুল করিম জানান।

তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনের সময়ের ঘটনায় খোরশেদের বিরুদ্ধে কোতোয়ালি ও বাঁশখালী থানায় কয়েকটি মামলা আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ভিডিও