মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তাদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, খেলাধুলা তরুণদের ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদনের শিক্ষা দেয়। মাঠে নামা তরুণ শুধু নিজের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং সমাজের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তিনি প্রান্তিক ও অবহেলিত পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের খেলাধুলায় যুক্ত করার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।