মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় এগিয়ে নিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘খেলাধুলা শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি এটি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে অবদান রাখে।’
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানা আলকরণ উত্তর ওয়ার্ড আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাইনালে শহীদ আবু সাঈদ একাদশ ৩-২ গোলে শহীদ শান্ত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান, সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম।
অধ্যক্ষ নজরুল ইসলাম শহীদদের স্মৃতিচারণ করে বলেন, ‘গত বছরের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ শাহাদাত বরণ করেন। পরবর্তীতে চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও ফয়সাল হোসেন শান্ত শাহাদাত বরণ করেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়তে চাই।’
এস এম লুৎফর রহমান বলেন, “খেলাধুলা চর্চার মাধ্যমে শরীর ও মন সতেজ থাকে। আজ যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চাই।”
এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা সেলিম রেজা, রেজাউল করিম মুরাদ, জাহিদুল ইসলাম তুহিন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সভাপতি রিয়াজুদ্দিন, আলকরণ পশ্চিম শাখা সাধারণ সম্পাদক নূরুল আবছার, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।