সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় ৬ আসামি রিমান্ডে

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩

চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আসামিদের মধ্যে দেলোয়ার হোসেন দেলুকে ৩ দিন, মো. আলম, মো. মহিউদ্দিন গোলাপ ও হাসান প্রকাশ কিরিচ হাসানের ২ দিন এবং মোবারক হোসেন বাপ্পী, মো. শাহীন ও মো. কামরুল ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রমিজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত আজ শুনানি শেষে ছয়জন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।’

আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টুকে (৩৪) গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। পিন্টু নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ জানায়, তার শরীরের তিন থেকে চারটি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পরদিন পিন্টুর স্ত্রী হোসনে আরা আক্তার রেশমী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন। মামলায় ৮ জন এজাহারনামীয় এবং আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

ভিডিও