চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন তুলাতুলী এলাকার সমাজসেবক ও রাজনৈতিক কর্মী মো. হেলাল উদ্দীন বাহার মাদকবিরোধী ভূমিকার কারণে স্থানীয় একটি গোষ্ঠীর লাগাতার অপপ্রচার ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরে বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
হেলাল উদ্দীন বাহার দীর্ঘদিন ধরে তুলাতুলী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় কর্মী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এলাকায় মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এর ফলে তুলাতুলী এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরেছে।
তবে তাঁর এই কর্মকাণ্ড কিছু অসাধু ব্যক্তির স্বার্থের পরিপন্থী হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। হেলাল উদ্দীন অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদকসেবী মো. কামাল উদ্দীন ও তাঁর স্ত্রী শাহীনুর বেগম একাধিকবার মাদক ও অসামাজিক কার্যকলাপে বাধা পাওয়ায় তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কুৎসা রটনা শুরু করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, শুধু অপপ্রচারেই থেমে থাকেনি গোষ্ঠীটি। একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং হয়রানিমূলক মামলার ভয় দেখানো হয়েছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বিচার হলেও অভিযুক্তরা তাদের কর্মকাণ্ড থেকে বিরত হয়নি।
হেলাল উদ্দীন সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ও তাঁর পরিবার যেন নিরাপদে নিজ এলাকায় বসবাস করতে পারেন— সে নিশ্চয়তা প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।