আজি এ মহতি মজলিসে বসে অধম লিখছে চিঠি
তোমার সকাশে দরুদ পাঠাই অযুত লক্ষ কোটি।
হে প্রিয় নবী এই দিনে আজ কত কথা মনে আসে
মুখ ফুটে যেই বেরুবার চায় আঁখিদ্বয় জলে ভাসে।
মক্কা মদিনা ছেয়েছিল যবে আন্ধার কালিমায়,
তখনই বিধাতা ঐ মরুচরে পাঠালেন আপনায়।
মহামানবের মুক্তির দূত হে রাসুল প্রিয়তম
দীর্ঘশ্বাসে ছেয়েছে পৃথিবী কালবৈশাখী সম।
আজ পৃথিবীর অসুখ ভীষণ সারাবার কেউ নেই,
নেই ওসমান, আলী হায়দার, হযরত ওমরও নেই।
হে মহামানব আজকে ভীষণ প্রয়োজন হামজাকে,
আরো প্রয়োজন তব দুই হাত মোনাজাতে আল্লাহকে।
মানুষে মানুষে ফ্যাসাদ ভীষণ ফ্যাসাদ দেশ-বিদেশে,
ঝগড়া ফ্যাসাদ দুই নফসে শয়তান তাই হাসে।
হাসছে ইহুদী-নাসারার দল মিটায়ে খুন পিয়াসা,
ওগো কান্ডারী, অধম মোরা আল্লাহই ভরসা।
মগের মুলুকে আরাকান কাঁদে নাফ নদী ভরে লাশে,
অথচ অধম বসে আছি মোরা ওই মদিনার আশে।
নীলাকাশ জুড়ে প্রাণ পাখি উড়ে নিত্য ফিলিস্তিনে,
গাজার শিশুরা ত্বরা করে যেন ছুটছে আরশ পানে।
মসনদে মদমত্ত রাজারা ব্যস্ত রং তামাশায়,
ফিলিস্তিনের কান্নার ধ্বনি ওই মজলিসে নাহি পৌঁছায়।
কাঁদে লেবানন কাঁদে গাজাবাসী নিভৃত নিরালায়, কাঁদে আরাকান লাল খুনে ভেসে আরো কাঁদে সিরিয়ায়।
অসহায় যত উম্মত তব, কেঁদে কেঁদে তড়পায়,
ওই আসমান আরশের পানে ফরিয়াদ পৌঁছায়।
আরশের পানে হাত দুটি তোলো হে প্রিয় মদিনাওয়ালা,
খোদায়ী মদদ দেয় যেন হেথা রহমান খোদাতায়ালা।
লেখক: সিনিয়র শিক্ষক
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ