বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনার আলোকে সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন করতে হবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।’
সোমবার (৮ সেপ্টেম্বর) ইপিজেড থানা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন থানা জামায়াতের সেক্রেটারি ও ৩নং ওয়ার্ড আমির ডা. মুহাম্মদ হাবিবুর রহমান, থানা বাইতুলমাল সম্পাদক ও ৩৯নং ওয়ার্ড আমির মুহাম্মদ ওসমান গণি, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হোসেন, ৩৯নং কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ চৌধুরী ও থানা শ্রমিক কল্যাণ সভাপতি মো. শহিদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. আবদুল্লা আল আরিফ, ৩৮নং সেক্রেটারি মাওলানা মো. মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি আবদু সবুর আশেকী, ছাত্রনেতা হাবিবুর রহমান ও এম হাবিব প্রমুখ।