শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জশনে জুলুছ সফল করায় কৃতজ্ঞতা

হাটহাজারীতে হামলার নিন্দা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনজুমান ট্রাস্ট’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত ৫৪তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) সফলভাবে সম্পন্ন হওয়ায় ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মনজু ও সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এক বিবৃতিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রিন্ট-ইলেকট্রনিক-অনলাইন মিডিয়া, গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের সুন্নি মুসলমানদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এদিকে, জুলুছে অংশ নিতে এসে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরীর কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩) মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।

গত শনিবার রাত সাড়ে ৯টায় জামেয়া ময়দানে শহীদ সাইফুল ইসলামের নামাজে জানাজায় ইমামতি করেন তিনি। এসময় শহীদের বাবাকে সমবেদনা জানিয়ে তাঁকে ‘শহীদের পিতা’ আখ্যায়িত করেন এবং নিহত ও অসুস্থদের জন্য দোয়া করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিশোর সাইফুলের মরদেহ গ্রহণ করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর ও মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ পরিবারের সদস্যরা। তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দেন।

জশনে জুলুছ শেষে ফেরার পথে হাটহাজারীতে কিছু দুষ্কৃতিকারীর গাড়িতে হামলা ও ভাঙচুরের বিচ্ছিন্ন ঘটনার তীব্র নিন্দা জানায় ট্রাস্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুলুছ একটি শরিয়তসম্মত কর্মসূচি, যেখানে গান-বাজনা, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম বা উসকানিমূলক স্লোগান কঠোরভাবে নিষিদ্ধ। তাই এই কর্মসূচি নিয়ে কারো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

আনজুমান ট্রাস্টের নেতারা পীরভাই, ভক্ত-অনুরক্ত ও সুন্নি জনতাকে উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তারা আরও বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এ দ্বীনি সংস্থা অরাজনৈতিক এবং সবসময় রাজনীতির ঊর্ধ্বে থেকে কর্মসূচি সম্পন্ন করে আসছে। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলুছ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোরও আহ্বান জানানো হয়।

ভিডিও