কর্ণফুলী বড়গাঙ বৌদ্ধ বিহার ও বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষুর বিরুদ্ধে ভুয়া রেজুলেশন ও অপপ্রচারের মাধ্যমে বিহারের সম্পদ দখলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বড়গাঙ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু। সংবাদ সম্মেলনে প্রজ্ঞা দর্শন ভিক্ষু, কুমার কশ্যপ ভিক্ষুসহ দুই বিহারের পরিচালনা কমিটির সদস্য ও ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু জানান, অধ্যক্ষ বিজয়ানন্দ ভিক্ষু দীর্ঘ ২৮ বছর ধরে অবৈতনিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিহারের উন্নতি হলেও অমল বড়ুয়া ও কয়েকজন ষড়যন্ত্রকারী ভুয়া সভা ও জাল স্বাক্ষরের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি বলেন, ২০২৪ সালের ১২ এপ্রিলের তথাকথিত সভার কার্যবিবরণীতে সভাপতির ও সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছে। অথচ সভাপতি দেবপ্রিয় বড়ুয়া দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে কিভাবে সভা অনুষ্ঠিত হলো, সেটিই প্রশ্নবিদ্ধ।
ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু আরও অভিযোগ করেন, দক্ষিণ শাহমীরপুর বড়ুয়া পাড়ার স্থানীয় কমিটি কেবল একটি উপ-কমিটি। তাদের এখতিয়ার নেই অধ্যক্ষকে অপসারণের। অথচ প্রতারণার মাধ্যমে কমিটি গঠন করে আদালতে ভুয়া কার্যবিবরণী জমা দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, ‘অমল বড়ুয়ার সভাপতিত্বে কোনো সভাই হয়নি। আদালতে যে কার্যবিবরণী উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে বড়গাঙ বৌদ্ধ বিহার ও শিশু সদনের সম্পদ দখলের চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে ভিক্ষুরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে ভুয়া কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন।