বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্টেন্ট সেক্রেটারি ও সাবেক এমপি ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে হলে সমাজে সততা ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব নির্বাচিত করতে হবে।’
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের খুনিদের বিচার করতে হবে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চালু করতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।
রোববার চট্টগ্রাম নগরীর শিবির কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামস্থ মহেশখালী ও কুতুবদিয়ার সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর উত্তর শিবির নেতা আব্দুল আজিজ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এছাড়া বক্তব্য দেন নগর উত্তর শিবিরের সভাপতি তানজিম হোসেন জুয়েল, মহেশখালী থানা জামায়াত নেতা জাকের হোসেন, বাকলিয়া থানা জামায়াত নেতা কামাল হোসেন, আইয়ুব আলী আনছারী, শিবির নেতা আনোয়ার হোসেন, আজিজুর রহমান ও ওয়াজ উদ্দীন প্রমুখ।