‘বাংলাদেশে প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার হরণ হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এর পেছনে প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত।’— মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, জুলাই বিপ্লবে জনগণ একসঙ্গে লড়েছে দুই শক্তির বিরুদ্ধে— একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, অন্যদিকে ভারতের আধিপত্যবাদ। এই আন্দোলনে নিপীড়িত জনগণ জয়লাভ করেছে। আগামীর রাজনীতিতে যে দলই ক্ষমতায় যাক না কেন, রাষ্ট্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ‘জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১/১১ সময়ে ভয়ে মানুষ এতটাই সংকুচিত ছিল যে গণতন্ত্রের স্বার্থে কালো মাস্ক পরে মানববন্ধন পর্যন্ত করতে হয়েছে। সে সময় মাহমুদুর রহমানের প্রতিবাদী ভূমিকা না থাকলে রাজনৈতিক নেতাদের মুক্তি পাওয়া কঠিন হয়ে যেত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এ্যাবের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, বাংলাদেশ টাইমস–এর বিভাগীয় সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, মাহবুবুল মওলা রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা প্রমুখ।
সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই গণমাধ্যমে সামাজিক সাম্রাজ্যবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে। শেখ হাসিনার আমলে তা চূড়ান্ত রূপ নিয়েছে। এখনও গণমাধ্যমকে মুক্ত করা সম্ভব হয়নি, যা সবার ব্যর্থতা।
জুলাই সনদকে জনগণের দাবি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দূরত্ব দূর করে ঐক্যবদ্ধভাবে সনদ গ্রহণ করতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং তাতে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে।
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে জুলাই-উত্তর বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দলগুলোসহ অন্যান্য শক্তি মিলেই শেখ হাসিনা ও ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।