দৈনিক পূর্ব তারার সাবেক স্টাফ রিপোর্টার সাজ্জাদুল ইসলাম শানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম এমদাদুল ইসলাম (সাহেব মিয়া) ফতেহ আলী মুন্সিবাড়ি নানুপুরের জ্যেষ্ঠ পুত্র সাজ্জাদুল ইসলাম শানু দীর্ঘদিন চন্দনপুরায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং দৈনিক পূর্ব তারায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার বাদে মাগরিব নগরীর হযরত মাওলা মিসকিন শাহ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক পূর্বতারা’র সম্পাদক ও প্রকাশক। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।