শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে সিএনজিচালক-পর্যটকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯

চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার খৈয়াছড়া ঝরনার রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আসা একটি বাস ঝর্ণার ভেতরে প্রবেশ করতে চাইলে সিএনজি চালকরা বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, বাস ঝর্ণায় রোড়ে প্রবেশ করতে নিষেধ করলে তারা ১০-২০ জন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের হুরা মিয়া, গেয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমান,সহ অন্তত ৮-১০ জন আহত হন।

আহত পর্যটক বিপ্লব জানান, আমরা গাড়ি নিয়ে ঝর্ণায় প্রবেশ করতে চাইলে স্থানীয়রা আমাদের ওপর চওড়া হয়। আত্মরক্ষায় সংঘর্ষ বাঁধে, এতে আমাদের হাসান, সাকিব, মো. হাসান, সিয়ামসহ কয়েকজন আহত হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পর্যটক ও সিএনজিচালকদের মধ্যে তর্ক-বিতর্কের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ভিডিও