শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অবৈধ সম্পদ মামলায় বদির বিরুদ্ধে ৮ জনের জেরা শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র বিরুদ্ধে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। এ সময় আসামি আবদুর রহমান বদি আদালতে উপস্থিত ছিলেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, ‘অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষও তাদের জেরা সম্পন্ন করেছে।’ আদালত আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে দুদক বদি’র বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০০৮ সালে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। ২০১৭ সালে স্থগিতাদেশ প্রত্যাহারের পর মামলাটি আবার সচল হয়।

ভিডিও