১১৮
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল বিভাগ বা ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হলো।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সামনের কয়েকদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রোববার থেকে সব পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে।