রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চাকসু নির্বাচন ১২ অক্টোবর, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:২৮


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ড. মনির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১ সেপ্টেম্বর। ওই তালিকায় আপত্তি জানানোর শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর এবং চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। পরে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

ভিডিও