চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যেকোনো ধরণের আন্দোলন করতে লাগবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মাদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের আদেশক্রমে জানানো হচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আয়োজন না করার নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।