চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শুদ্ধ বৃত্ত

 

চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন শুদ্ধ বৃত্ত।গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা চাতুরী চৌমুহনী বাজারের উত্তরে রাস্তার আইলেন্ডে  এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সহ-সভাপতি রহিম শাহ্, আনোয়ারা উপজেলা শাখার সভাপতি – হামিদুল ইসলাম হিরু, সদস্য -আরিফ, শাহীন, তাজুল, মারুফ, রিয়াদ, জিতু, জাবেদ, রিপন, সুমন, শাহজান, পারভেজ, কাইয়ুম প্রমুখ।

উপস্থিত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি – হামিদুল ইসলাম হিরু বলেন, বৃক্ষ অক্সিজেন তৈরি ও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড দূরীকরণ এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণে ও ওষুধ তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ল্যান্ডস্কেপিং ও কৃষির উপাদানও বটে, যার কারণ হল তাদের সৌন্দর্যগত আবেদন ও বিভিন্ন ধরনের ফল। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ ঘরবাড়ি তৈরি সহ নানান কাঠামো তৈরিতে এবং জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়।