আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিনের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া

 

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং, বুধবার, সকাল ৭.৩০ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তিনি ১৯৭৯ সাল হতে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমৃত্যু দায়িত্বরত ছিলেন। তিনি ৩৯তম আওলাদে রসূল (দ.), হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহমাতুল্লাহি আলয়হি)’র একনিষ্ঠ মুরিদ ছিলেন, বর্তমান সাজ্জাদানশিন এ দরবারে আলিয়া কাদেরিয়ার খাদেম হিসেবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গেছেন।
তাঁর নামাজে জানাজা বা’দে এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা জুলুছ ময়দানে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বাংলাদেশে সফররত দরবারে আলিয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন, হুযূর ক্বিবলা, আওলাদে রসূল (দ.) পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। উপস্থিত ছিলেন সাহেবজাদা, আওলাদে রসূল (দ.) সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)সহ হাজারো মুসল্লী।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন দরবারে আলিয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন, আওলাদে রসূল (দ.) হুযূর ক্বিবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি.আ), পীরে বাঙ্গাল আওলাদে রসূল (দ.) সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ), সাহেবজাদা, আওলাদে রসূল (দ.) সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) সহ সকল আওলাদগণ। আরো শোক প্রকাশ করেন আনজুমান-এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সকল কর্মকর্তা ও সদস্যগণ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া ¬মাদ্রাসা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, চন্দ্রঘোনাস্থ মাদরাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া, হালিশহরস্থ মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া, কক্সবাজার মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, আনজুমান রিসার্চ সেন্টার সহ ট্রাস্ট পরিচালিত শতাধিক প্রতিষ্ঠান সংশ্লিষ্টগণ।