আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী, সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মাওলানা আব্দুল নবী আল-কাদেরী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, সাধারণ সম্পাদক আলী হোসাইন প্রমুখ। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। তাঁর আকষ্মিক চির বিদায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রাণবন্ত এই মানুষটি এভাবে বিদায় নেওয়া কল্পনাতীত। তিনি নিঃসন্দেহে একজন সুন্নীয়তের প্রাণ শক্তি ছিলেন। তিনি সারাজীবন সিলসিলায়ে আলীয়া কাদেরীয়ার তথা সিরিকোট দরবারের হযরাতের খেদমত অব্যাহত থাকা অবস্থায় বিদায় নিয়েছেন। যা উপস্থিত সকলকে বিমোহিত করেছে। আওলাদে রাসূলের (দ.) এর উপস্থিতিতে চির বিদায় নেওয়া কবুলিয়তের অন্যতম নিদর্শন।
দীর্ঘ ৪ যুগেরই বেশি সময় আঞ্জুমান ট্রাস্টের খেদমত করে আসছেন। তরিক্বতের খেদমতের পাশাপাশি সুন্নীয়তকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদান করার আপ্রাণ চেষ্টাও করেছেন। তিনি জীবনের মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে চলে গেছেন। তাঁর ইন্তেকালে চট্টগ্রামসহ সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই বিদায় তরিক্বত জগতের বিশাল অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আঞ্জুমান ট্রাস্টের সি. ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিনের ইন্তেকালে ইসলামী ফ্রন্টের শোক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৫ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
35 বার