আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ইন্তেকাল

 

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। আজ বুধবার সকাল ৮টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মহসিন সাহেব সকালে হুজুর কেবলার সাথে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর কেবলা উনাকে অ্যাম্বল্যান্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।

এদিকে পারিবারিক সূত্রে জানাযায়,আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব মহসিনের জানাজার নামাজ রাত ৯টায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

বর্তমানে উনাকে বলুয়ারদিঘী খানকা শরীফ নিজ বাসভবনে রাখা হয়েছে।

অন‍্যদিকে মরহুম মহসিন সাহেবের এক মেয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।