‘সন্তানহীন চিন্তাধারা’ প্রচার করে পারিবারিক কাঠামো ধ্বংস করতে চায় পাশ্চাত্য

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেছেন: পাশ্চাত্য সন্তানহীন ও শিশুবিহীন জীবন বেছে নেয়ার যে চিন্তাধারার প্রচার ও প্রসার ঘটাচ্ছে তার মাধ্যমে পারিবারিক কাঠামো ধ্বংস করে ফেলার চক্রান্ত হচ্ছে। এমন সময় এ ষড়যন্ত্র হচ্ছে যখন এই পারিবারিক কাঠামোতেই শিশুর ব্যক্তিত্ব গঠিত হয় এবং সে নৈতিক মূল্যবোধগুলো রপ্ত করে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত চতুর্থ ইউরেশিয়া নারী ফোরামে দেয়া ভাষণে এ মন্তব্য করেন মাতভিয়েঙ্কো। রাশিয়ায়ও শিশুবিহীন জীবনকে ‘ঝামেলামুক্ত জীবন’ বলে প্রচার চালানো হচ্ছে বলে জানান ফেডারেশন কাউন্সিলের প্রধান। তিনি বলেন, পারিবারিক প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দেয়ার সুদূরপ্রসারি পশ্চিমা চক্রান্তের অংশ হিসেবে রাশিয়ায় এ প্রচারণা চালানো হচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, রুশ সরকার কখনো দেশটিতে এ ধরনের চিন্তাধারার প্রসার ঘটাতে দেবে না বলে মাতভিয়েঙ্কো হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পর তৃতীয় প্রভাবশালী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। তিনি আরো বলেন: পাশ্চাত্যের এই বিদ্বেষী প্রকল্প সুস্থ নারীকে সন্তান ধারনে নিরুৎসাহিত করে বলে রাশিয়ায় তা নিষিদ্ধ করতে হবে।

ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কোর মতে, পশ্চিমারা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সমাজের ঐতিহ্যগত পারিবারিক কাঠামো এবং পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।

এর আগে গত জুন মাসে রাশিয়ার উপ বিচারমন্ত্রী ভিজেভলোদ ভুকোলোভ জানিয়েছিলেন, রাশিয়ায় সন্তানবিহীন জীবনের চিন্তাধারা প্রচার নিষিদ্ধ করতে একটি আইনের খসড়া তৈরি হচ্ছে। তিনি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইনি ফোরামে ভাষণ দিতে গিয়ে ওই তথ্য জানান।