ফ্লোরিডার ছোট এক বালকের ক্ষুধা লেগেছে ক্ষুধার জ্বালায় ৯১১-এ ফোন, পিৎজা নিয়ে হাজির পুলিশ
| ctgtimesgroup | প্রকাশ: ২০১৯-০৯-১০ ০০:১৯:৪০

ফ্লোরিডার ছোট এক বালকের ক্ষুধা লেগেছে। কী করবে কী করবে, ভাবতে ভাবতে জরুরি নম্বরে ফোন। সে পুলিশকে জানায় নিজের পরিস্থিতির কথা।
স্যানফোর্ড পুলিশ বিভাগ থেকে ফেসবুকে জানানো হয়েছে, ৫ বছর বয়সী ম্যানুয়েল বেছারার জন্য পুলিশ ঠিকই পিৎজা নিয়ে তার বাড়িতে হাজির হয়।
পুলিশ তাদের বাড়িতে গিয়ে দেখতে পায়, ১৫ বছর বয়সী বোনের সঙ্গে ম্যানুয়েল ফোন হাতে নিয়ে বসে আছে। বোন বুঝতেই পারেনি কখন তার ভাই এই কাজ করেছে।
এমন ফোন পেয়ে পুলিশ কর্মকর্তারা এতটুকু রাগেননি। তারা বরং বাসায় গিয়ে ম্যানুয়েলকে জরুরি নম্বরের সঠিক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন
© 2019 - All Rights Reversed Dainikpurbatara.com
Web Design and Development By: CHOST