মতিঝর্নায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন শাহপীর ট্রেডাসের সিইও
| পূর্বতারা | প্রকাশ: ২০২০-০৪-০৫ ১২:৫৯:৫৩

নগরীর লালখাবাজারের মতিঝর্নায় গতকাল শনিবার রাতে শাহপীর ট্রেডাসের মালিক মোস্তাফিজুর রহমান এর ব্যক্তিগত উদ্যেগে গরীব, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের ৩৫০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবানসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এই সহায়তা দেওয়ার সময় সহায়তা নেওয়াকারীদের কারোই কোন ছবি তোলা হয় নাই। খাদ্য সামগ্রীগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময় সহায়তা করেছেন শাহপীর ট্রেডাসের ওয়ার্কিং পার্টনার আরিফ মাহমুদ রনি ও প্রতিষ্টানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। শাহপীর ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমান দৈনিক পূর্বতারাকে বলেন, বিতরণ করার সময় তাদের ছবি তোলে আমি কাউকে ছোট করি নাই। আমার ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস এর এই মহামারীর সময় মতিঝর্না এলাকার কিছু গরীব, দুস্থ পরিবারের কাছে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আরো দেওয়ার চেষ্টা করবো। আমরা চাইলে অনেকেই পারি সরকারের পাশাপাশি গরীব দুস্থ মানুষকে সহায়তা করতে। আমার বিশ্বাস বিত্তবানরা সবাই যদি এগিয়ে আসে এবং সঠিকভাবে সহায়তা করে ১জনও না খেয়ে থাকবে না। মোস্তাফিজুর রহমান হলেন নগরের শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট ৩য় তলার ১১৮/১৮৫ নং ও চন্দনাইশ উপজেলার গাঁছবাড়িয়া খাঁনহাট প্রফেসর মার্কেটের ১ম তলার শাহপীর ট্রেডাসের মালিক।
© 2019 - All Rights Reversed Dainikpurbatara.com
Web Design and Development By: CHOST