বাংলাদেশ , সোমবার, ২ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রীকে  কিন্ডারগার্টেন স্কুলের পক্ষে দিদারুল ইসলামের খোলা চিঠি

| পূর্বতারা | প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৪:৪৭:৩৪

মাননীয় প্রধানমন্ত্রী – বাংলাদেশের ১ লক্ষ ৭ হাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং ১৫ লক্ষ শিক্ষক / শিক্ষিকা ও কর্মচারীদের সালাম ও অভিনন্দন গ্রহন করবেন। আপনি ১৮ কোটি মানুষের অভিভাবক, একমাত্র ভরসার স্থল। ১৮ কোটি মানুষের দায় দায়িত্ব নিয়েছেন এই ভয়ানক পরিস্থিতিতে। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং ১৫ লক্ষ শিক্ষক- শিক্ষিকা এবং কর্মচারীদের দায় দায়িত্ব এখনো হাতে তুলে নেন নাই। গার্মেন্টস মালিক শ্রমিক দের জন্য ৫ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন। তাদের বাড়ি ভাড়া ও কম নিতে বলেছেন। যাই হোক এটি খুব ই ভালো একটি পদক্ষেপ আপনার। ১২ লক্ষ রোহিঙ্গাদের বিনামূল্যে খাবার বিতরন করে যাচ্ছেন অনেক মাস ধরে। গরীবদের জন্য ৬ মাসের খাদ্য ব্যবস্থা করে দিয়েছেন। ব্যবসায়ী রা জিনিস পত্রের দাম দিগুন করে ভালো টাকা ইনকাম করছে এবং এখনো করে যাচ্ছে। সবাই সুযোগ সুবিধা কম বেশি পাচ্ছেন। শুধু মাত্র কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা / কর্মচারীরা সব কিছু থেকে বঞ্চিত। ১৫ লক্ষ শিক্ষক শিক্ষিকা – ১ কোটি শিশু শিক্ষার্থীদেরকে সকাল ৭ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রচুর ঘাম জড়িয়ে শিক্ষা দিচ্ছেন। দেশের সেবা দিচ্ছেন তাও অল্প সামান্য পারিশ্রমিক নিয়ে। তারাই প্রকৃত দেশ প্রেমিক। দেশের শিক্ষার মেরুদণ্ড তারাই ধরে রেখেছে। যার বিনিময়ে এখনো আপনার কাছ থেকে এইসব শিক্ষা প্রতিষ্ঠান কিছুই চাইনি। আজ এই কঠিন সময়ে, এই মহা বিপদে আপনি কিন্ডারগার্টেন টিচারদের একটু সহানুভূতি দেখান। আপনার একটু সহানুভূতি পেলে ১৫ লক্ষ শিক্ষক শিক্ষিকা আপনার বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী- কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকাদের একটু সুনজর দেন, একটু দয়া করুন। আপনাকে ছাড়া আর কাকে বলবো? আপনি ই আমাদের একমাত্র অভিভাবক। মহান আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। আবেদনকারী – দেশের সকল কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম।